top of page
Writer's pictureDr. Rowshon Begam

নারীদিবসে আগামী দিনের নারীদের কথা .

এই আন্তর্জাতিক নারী দিবসে আমি যার সঙ্গে কথা বলেছি সে একজন নারী তো বটেই, আগামী প্রজন্মের নারী - আজকের কিশোরী - দশম শ্রেণীর ছাত্রী মালিহা সারাফ।


মালিহা বড় হচ্ছে কানাডাতে। কানাডা শুধু একটি উন্নত দেশই নয় - এর সমাজব্যবস্থাও খুব উন্নত। এদেশ ইগালিটারিয়ান, মাল্টিকালচারাল, এবং ইনক্লুসিভ।

মালিহা বরাবরই একজন ব্রাইট স্টুডেন্ট - ক্লাসে শীর্ষ এক থেকে দুইজন স্টুডেন্টের মধ্যে তার নাম। এছাড়াও সে স্কুলের মিউসিক ব্যান্ড, স্পোর্টস টীম, স্পিচ এন্ড ডিবেট, এবং নানাধরণের লিডারশিপ এক্টিভিটিজে নিয়মিত অংশ নেয়। স্কুল এবং কম্যুনিটির হয়ে ক্যাফেটেরিয়া, চার্চ , সিনিয়ার্স হোম এ অবলীলায় ভলান্টিয়ার হিসেবে কাজ করে। আমি ধরে নিচ্ছি অন্তত তার জন্য এটি একটি জেন্ডার-ইকুয়াল সোসাইটি। আমরা টিপিক্যালি ছেলে হয়ে জন্মানোর যেসব প্রিভিলেজের কথা ভাবি - তার সবই নিশ্চই মালিহা পাচ্ছে। নারীর সমঅধিকার নিশ্চিত করতে আজ আমরা নারীদিবস পালন করছি। আমাদের পরের প্রজন্মকে হয়তো আর তা করতে হবে না।



20 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page